রজনী হেমন্ত ক্ষণেক্ষণে দেয়া পরিবদ্ধ
শনশন বায়ু বয়ে যায় যেন বরিষণ।
গাছে-গাছে সবুজবীথি আর সৃজন বীচি
আকাশে নীলাভ রঙে তারার মেলা।
পাহাড়ের চূড়ায় চাঁদের পরশের ঝলক
যেন রাধিকার দু'হাতের কঙ্কন জোরক।
সবুজ গাছের ছায়ায় পাখি গান গায়
সাগরের ঢেউ  উপছে পরে বালুকায়
এলোমেলো চুল উড়ে লোনাজলের উষ্ণ হাওয়ায়
যেন সাগর কন্যা চলছে দুলিয়া।