তুমি ডাকলে আমারে
আমি আসবো ফিরে,
শুধু ভয় হয় তুমি কিনা ভুলে গেছো আমারে
বাতাসে ঝরেনা শুকনো পাতা দুঃখের পাখি গায়না গান
সুখের পাখি ধরছে বায়না
মনে পড়ছে তাই বান,
ঋণ করলে ঋণী হয়
বুঝলে মানবতার জয়,
কথা নয় যেনো পাকা ধানে মই।
সূর্য ও দিন শেষে ডুবে যায়
চন্দ্র ও  মেঘের আড়াল হয়,
সাগর ও ঢেউয়ের বাঁকেবাঁকে কথা কয়
ভ্রমর ও ফুলের বুকে বসে মধু সঞ্চয় করে লয়,
মানুষ কেনো প্রেমে পড়ে নিজেকে করে ক্ষয়।
চৈত্রের খরা কেন কেনো ডাকে দূরন্ত বৈশাখী কে
প্রশ্ন আমার একটাই তুমি কি ভুলে গেছো আমাকে?
২৭-৪-২২তারিখ