বটবৃক্ষ প্রাণ হারায় 'স্বার্থপরদের যুদ্ধে
অগনিত নিস্পাপ ফুল কলি ঝরে অসময়ে।
গোলাবারুদের আঘাতে দেখি ধূ-ধূ মরুভূমি
তবু হয়না শেষ স্বার্থের লোভিত পেতাত্মা গুলো।
বিশ্ব শুধু চেয়ে দেখে আর অস্র করে বিক্রি        
    লোকসান নাই বলে মনে দেখি খুব ফুর্তি।
আমি কেমন করে মচমচে ঝরা পাতায় ছন্দ লেখি           দু'নয়নের ফেলানো জলে কেমন করে চিত্র আঁকি।