তুমি আমার সাথে বিদ্রোহ করিওনা
কারণ আমি তোমার বিদ্রোহ প্রেম দেওয়ানা।
তোমার জন্যে আমার  স্বাধীনতাকে দিয়েছি কবর
সে কেমন করে রাখবে তোমার খবর।
চেতনায় পরিপূর্ণ করে স্থির করো তোমার ভাটা মন
তবেই জোয়ার্দার হবে তোমার হতাশা পরিসমাপ্তির জীবন।
জন্ম হলো উজ্জ্বল আগমন আশার আলো
কালের বদনে কাদা মেখে হইও না কালো।
অল্প জলেও ফুটে পদ্ম ফুল যদি মাটি হয় উর্বর
দিশেহারা মন কখনো পাইনা প্রশান্তির খবর।
সাগরের বিশালতায় খুঁজতে যেওনা সাগরের কূল
ভূবণ ঢেউয়ের বাঁকেবাঁকে যা সঞ্চয় হবে তাই তোমার মূল