এখানে আছে শুধু শিমূলের আনন্দ বিচরণ
এখানে নেই অত্যাচারীর দূর্যোগ বঞ্চনা।
এখানে শুধু আকাশের আর জমীনের প্রেম খেলা
প্রকৃতি শুধুই মনের আরাধনায় মেথে থাকে।
এখানে তাই নরনারী সবসময় থাকে হাস্য উজ্জ্বল
নির্ভয়ে চলো এদিকে শুধু আলো আর আলো।
শ্যামল সবুজ সূর্য কিরণ আর সাদা মেঘের ভেলা।
কোকিলের আনন্দ,বসন্তের নাচন হাওয়া আর ঝর্ণার স্রোত
আগ্নেয়গিরি নিদ্রায় নীলকাশে রঙধনু আবিরের মেলায়।
ফুলের সুবাসে  প্রজাপতিরা উড়ে বেড়ায়
নরম বিছানায় আতর ছিটিয়ে পরীরা ঘুমায়।
তুমি থাকবে কি সেই শিমূলের বিচরণে?
একটুকরো চন্দন পিষে মেখে দেব তোমার চরণে
তুমি থাকবে কি সেই শিমূলের আনন্দ বিচরণে?