নতুন সাজে সাজায় তোমায় অনেক রকম আল্পনাতে
হাজার মানুষ ভীর জমায় তোমার দুরন্ত রুপ দেখতে
নতুনের কেতন উড়িয়ে এসে উজ্জ্বল প্রদীপ জ্বেলে দিয়ে যাও-
প্রতিটি বাঙালির প্রাণে প্রাণে।
তোমার স্পর্শে সংস্কৃতিমনা বাঙালিরা জেগে উঠে পুলকিত মনে।
অতিথি রুপে এসে, থেকে বধূ বেশে,ভেঙ্গেচুরে সব করো চুরমার,
এই তান্ডবলীলাই তোমার আভিজাত্যের অহংকার।
এসো হে বৈশাখ এসো এসো
কখনো দেখি-আধমরা চৈত্রের নিমন্ত্রণে আস
সাদামেঘের ভেলায় চড়ে।
দুরন্ত দুর্বার উড়ন্ত বৈশাখ এসো এসো হে বৈশাখ
কাঁদে কদমফুল বৈরাগী রুপে শিমূল
রঙ্গন ফুলে ছড়িয়ে সুবাস আকাশ ডাকে গুড়ুম গুড়ুম।
মাঝিমাল্লা দার টানে ভাটা নদীতে
ব্যাঙের মনে সুখের পায়ড়া
যৌবন আসে ফুল-কলিতে।
মরা পাতা সব ঝরে যায় তোমার সোহাগ পেয়ে,
এসো হে বৈশাখ এসো এসো।
হে বৈশাখ --তোমার আগমনে নীল দিগন্তে সৃষ্টি হয়
দুরন্ত ভালোবাসা,
তখনই ছুটে যাই--
ছায়া ঢাকা,পাখি ডাকা গ্রামবাংলার সৌন্দর্যের আঁকা -বাঁকা মেঠোপথে।
বাঙালি জাতি হাজার বছর ধরে মুগ্ধ আছি
তোমার আগমনে।
এসো হে বৈশাখ এসো এসো নতুনের কেতন উড়িয়ে।