ছন্দে গানে আনন্দে বোল
বাংলাতে পাই তৃপ্তি,
মাতৃভাষা বাংলা আমার
বিশ্ব জুড়ে ব্যাপ্তি।


মনের কথা প্রাণের কথা
এই ভাষাতে বলি
দু:খ সুখে ইচ্ছে বুকে
আপন মনে চলি।


এতো সুধা ভালোবাসা
মুক্ত পাখির ডানা
মাতৃভাষা ছাড়া যেন
হয়না সহজ জানা।


গর্বে আমার বুক ভরে যায়
বাংলা আমার ভাষা
এই ভাষাতে লিখন লিখি
মনের যতো আশা।


রক্তে লেখা বাংলা আমার
মায়ের লেখা বুলি
বরকত জব্বর রফিক শফিক
বিঁধল বুকে গুলি।


শহীদ হলো মায়ের ছেলে
বলতে মায়ের কথা
সেই শহীদের স্মৃতি নিয়ে
অমর একুশ গাঁথা।


একুশ এলে আমরা আজি
প্রভাত ফেরি গাহি
শ্রদ্ধা সালাম জানাই তাঁদের
আজো ভুলি নাহি।