ঘুমের রাজ্যেও দেখি এই ফুলের সৌন্দর্য
মন যেনো যৌবনের হাওয়াতে রোমাঞ্চিত
নেশার ঘোরে যেনো দেখছি নেশার ঝোঁক
পাতাল থেকে নেমে আসছে যেনো সাদা পরী
চোখ দু'টি দিতে চাইলেও সে নেয় নি
আমাকে দিয়ে গেলো সে এক যন্ত্রনাদায়ক স্বপ্ন পুরি
পাতাহীন গাছগুলি যেনো সারাক্ষণ ই চাঁদের সনে হাসে
কারণ সে তার সৌন্দর্য লুকাতে পারছিলোনা
এভাবেই চাঁদ আর গাছের মাঝে হয়ে গেলো প্রেম
নীশিতে দু'ই জনই থাকে অপেক্ষায়
হায়রে সুকুমারী অনন্তকাল তুই অপেক্ষায়-ই করে গেলি-