আমি চলে যাইনি অন্য বৃন্দাবনে
গোপীমোহন খুঁছে মোরে পাহাড়ি বাতাস কনকনে।
আমি চলে যাইনি অন্য কোনো অজানা তেপান্তরে
মেঘ আর আকাশের অভিমানে হারিয়ে গেছি বৃষ্টি হয়ে।
দু'হাতে হাজারো সমস্যা তবু ভোরের পাখি ডাকে
কষ্ট গুলি নষ্ট করিনি লুকিয়ে রেখেছি নদীর বুকে।
কাল কেটে যায়রে মুছে না স্মৃতির পাতা
বার মাসই স্মৃতির স্মারক বেঁধেছি ফাল্গুনের সমাহার।
চড়া রোইদে পুড়ে যায় লাল গোলাপের বদন
দখিনা বাতাসে জাগে প্রেম বিরহে মন পুড়া কাহন।
কোকিলের ডাক জীয়ায় মাটি তাপে জ্বলে পরাণ
স্বাধীনতা অদৃশ্যের বাণী থাকে চেতনায় অম্লান।
কখন হবে বারমতির সমাপ্তি নতুনের হবে আগমন
দু'কানে শুনি  ফাল্গুন আর চৈত্রের অভিলাষী ক্রন্দন।