মনকে বলি চুপ থাক
কথা বলিস না।
মন আমার কথা শোনেনা
করে শুধু উৎপাত। আজ-কাল সে সব কথার করে প্রতিবাদ। সে বিদ্রোহী হয়ে উঠে তাকে  যায় না কিছু বলা।
মুখ বন্ধ থাকলে কি হবে, তবু আমার মন যে কেন কথা বলে-
এই বিষয়টি আমার সমস্যার সৃষ্টি করে
শিক্ষা দিতে পারলাম না তারে।
আছি কঠিন বিপদে
প্রযুক্তির দখল তার প্রাণ কেড়েছে
নিরবে কাঁদলে আর কি হবে।
???
সে কি শিক্ষিত হয়েছে নাকি
জ্ঞানের প্রদীপ শিখা নিভে গেছে।