হে বিশ্ব কবি রবিঠাকুর তুমি কবিতার চন্দ্রানন
তুমি পৃথিবীর ছন্দ মালার আহরণ।
আকাশে-বাতাসে নীল গগনের নক্ষত্রে
তোমার সুরের ধ্বনি নীলিমার দৃষ্টিপাতে।
শান্তিনিকেতন জ্বলছে জ্ঞানের প্রদীপ শিখা
দিবারাত্রিতে নেই বিরতি বইছে সুরের বীণা।
নীল মণি ফুটে আছে তোমার মমতায়
সৃজনশীল কানন কাঁদে এখনো তোমার অপেক্ষায়।
জয় করে নিয়েছ বিশ্বলয়ের যত সুর ছন্দ কবিতালয়
হে বিশ্ব কবি রবিঠাকুর তোমার নাই ক্ষয় তুমি প্রেমময়।
মৃত্যুর আগেও তুমি হোও নি অচেতন
প্রেম পূর্ণ রত্নপূর্ণ হৃদয় ভান্ডার ছিলো সচেতন।
নতুনের কেতন উড়িয়ে এখনো জেগে আছ তুমি
রবিঠাকুর তুমি আমার কবিতার ছন্দ ভূমি।
গানের ভূবন সুবাসিত রোমাঞ্চিত দৃষ্টি দিয়েছ বলে
পঁচিশ বৈশাখ ধন্য হয়েছে আজ রবিঠাকুর জন্মেছে বলে।।