বেচা-কেনা সবই হলো
হিসাবের খাতা খালাস পেলো।
রাজার মুল্লুকে আগুন লাগলো
তবু কুকুরের ঘেউঘেউ না থামলো।
মানুষ খুঁজি মানুষ খুঁজি দিশেহারা পদক্ষেপে
পাইনা বিবেক সবখানেই শুধু আক্ষেপ।
কোথাও মিলে না সত্যি পথের কাঠি
আমার জন্মভূমির মাটিই শুধু খাঁটি।
পৃথিবীর ইতিহাস লিখার  হলো ইতি
আসলের দেখা পাইনি ভালো না মতিগতি।
শুধু মানুষ খুঁজি মানুষ খুঁজি মানুষ খুঁজি
বিবেক ছাড়া লণ্ডভণ্ড দেহ চাই না আমি সবই বুঝি।