এসো গো নবাগত হিমেল হাওয়া
ঘুমটা খুলে ভিজবে হিমালয়
মেঠো পথের সৈনিকেরা পড়বে সাদা টুপুর
রঙিন সূর্য রঙ ছড়াবে মরা ডালের ফাঁকে।
     নন্দিনী তুমি এসেছ বলে!
বছর ঘুরেই দেখি নীলিমার কাঁপন ধরা গতর
বৃক্ষরাজি গুলো দাঁড়িয়ে থাকে সন্নাসীর মতন
হেমন্তের বিদায় খঁজুরের রসে চুমুক রেখে ফিরে
আসে নন্দিনী রায়।
    নন্দিনী তুমি এসেছ বলে!
সরিষা ফুলে মৌমাছি নতশির মধুর আশায়
তুমি এসে মিশে যাও সচ্ছ নদীর মহোনায়
গাছের ডালে দুলতে দেখি সোনা ঝরা পল্লবী
সবুজের বুকে হলুদের সারি ফুটেছে গেন্দা মালতী।
  নন্দিনী তুমিএসেছ বলে!
কৃষাণেরা কাটে ধান হাতে নিয়ে কাঁচি
হাস্নাহেনা গন্ধ ছড়ায় ঝরা বকুলের কানে
হাঁটু জলে ধরে মাছ বক থাকে উঁকি দিয়ে
লাউ গাছের ডগায় শিশির বিন্দু চমকিয়া বেড়ায়
  নন্দিনী তুমি এসেছ বলে!
কাঁথা কম্বলের সোহাগে  পিঠা খেতে ভারী মজা
ধূলার ডাকে সাড়া দিয়ে শান্ত কোকিল ডাকে
শিশির ভেজা দূর্বায় ঝরে হিমেল রাতের মাধবীফুল
ভোরের আঁচল মাথায় দিয়ে কিরণ খুঁজে কোল।
  নন্দিনী তুমি এসেছ বলে!