রক্তিম সূর্যের নিলীমায় রঙের রহস্য
নতুন চাঁদের নির্মল পরশে ফুটিবে আরশ
বনলতার নৃত্য দেখে সোহাগ চোখে কেউ
আকাশে পূর্ণিমা দেখে কাঁদছে চম্পা জুঁই
ঝর্ণাতে মুক্তা হাসে দু'কূল দূ'কূল ভাসে জলে
শিমুল পলাশের রূপ দেখে শালিকের ওড়াউড়ি
কলা বনে ফাগুন হাসে নদী জলে কেউ
নদীতে সূর্যের মিলন ঘাটে বাঁধা তরী।