আসছে শীত, লাগবে কম্বল আর কাঁথা
গরীবের কান্নাকাটি বড়লোকদের বাহাদুরি।
স্যুট-কোট টাই পামসু জ্যাকেট, লাগায় উলের টুপি
গরীব শীতের হিমেল হাওয়ার স্পর্শ টের পায় হারে হারে।
পাতলা চাদর মুড়িয়ে ,রেলস্টেশনের চিপা চাপায় শুয়ে পড়ে।
দেখতে খুবই কষ্ট লাগে প্রাণ কাঁদে বলে কেউ কেউ কম্বল ধরে ছবি তুলে।
পত্রিকাতে নিউজ আসে বড় লোকের মনে ফুলঝুরি।
তাও শুনি বেশি কম্বল পেলে তারা বিক্রি করে,    
স্বভাবের হাতছানিতে আবার খালি গায়ে চাদর মুড়িয়ে
মানুষকে কাঁদায়-----.
ধনীরা রাজপ্রাসাদে হিটার লাগিয়ে আরামে ঘুমায়।
কৃষকেরা শীতের কুয়াশা ভেদ করে যায় ফসল ক্ষেতে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ এ তাদের মাপে মেপে হয় খেতে।
ধনীরা কি লেপ-কম্বলে তাদের চেয়ে বেশি সুখে আছে?
তাই বলি আমরাসবাই যেনো থাকি তাদের কাছে কাছে।।