বিনোদিনীর ছন্দে-
ফাল্গুনের যৌবনে বসন্তের রঙ মেখে অভ্রনীল আকাশ গেঁথেছে এই নীলিমা কে
সাতরঙের রঙিন আবিরের গায়ে রাঙিয়ে দিয়েছে তার
পুলকিত মন
সেইদিন কোকিল ডাকেনি ফুটেনি আম্রমুকুল
বেঁজেছিল বিনোদিনীর সুপ্ত সখার কৃষ্ণ বাঁশি
নদী জল সুবাসিত হয়েছিলো ঢেউয়ের বাঁকেবাঁকে
খেলছিলো সূর্য রশ্নি
এই বিষাদময় উপমার আবেগ মিশিয়ে  ডুব দিয়েছিল
বিনোদিনী!
অপরুপ দৃশ্যের সমাহার মিশিয়ে লুকিয়ে রয়েছে বসন্তের
আবরণ
বিনোদিনীর ছন্দে-
ঐ দেখ শেষ বেলায় সূর্য আশ্রয় নিচ্ছে নদীর বসুন্ধরায়
অতল সমুদ্রের অথৈ জলের প্রবাহে আমি এখনো দাঁড়িয়ে আছি একেলায়।
যদি জোয়ার আসে ভাটায়,সেই অপেক্ষায়।