চারিদিকে খরা দেখে-
ফুল মালি বসে কাঁদে
বাগানের ঐ ফুল সব
পাপড়ি মেলে নাচন তুলে।
মনের শান্তি পেলো বলে-
সাঁঝের বেলায় রাখালিয়ার মধুর সুরে
বুনোহাঁস উড়ে এলো পাখিরা গাইলো গান।
হঠাৎ মেঘাচ্ছন্ন আকাশ -
মাঝি ভাই মনের আনন্দে নৌকা ঘাটে নাও ভিড়ালো
শ্মশানের পুড়া ছাঁই কপালে মেখে সিঁড়িতে পা-রাখতেই
ধাও ধাও করে জ্বলছিল আগুন
মুষলধারে অশ্রু ঢেলে হাত রাখলে শিয়রে
লাশটি ছিলো তার বাপেরই।