কতো হাসি কান্না কতো ঘূর্ণিঝড়
কতো দূর্ভোগ যায় কালের তেপান্তরে।
ফিরে চাই না দেখিতে কেউ
নতুনের আগমনে।
কিঞ্চিত শান্ত প্রখর হৃদয় লোহিতের প্রেমমন
টানে না যৌবনের ছোঁয়া না পেলে
কোথায় গেলো আমার হিয়ার মাঝি
তাকে ধরে রাখা যে ভীষণ কঠিন।
যদিও নয় মোহিনী, মানুষেরই নির্মাণ
মাটির মানুষ সোপানের আঁচলে বাঁধা রয়।