আহা কি সুখ!


প্রতিটি চিৎকারে ফুৎকারে সুখ
প্রাণবায়ুর দমকা আসা যাওয়াতেই সুখ!
শেষমেশ চোখ উল্টিয়ে মুখের ফেনা
দেখতেই, আহা কি সুখ!


আমার মতের বাইরে আবার
আছে নাকি কোন মত আর পদ,
যা করছি সবিতেই কল্যাণ
যতই করি তোদের সাবাড়।


আমার প্রসাদ এসিডের পবিত্র জল
ধুয়ে দিয়েছি তোদের পুণ্যের ফসল,
পাপের চুমায় ভরিয়ে দিব,
ঝলসানো তোদের মুখ।
ভোতা আদরে ছয় ঘন্টায়,
পাবি মৃত্যুর স্বসাদু চুমুক।


আহা কি সুখ!