প্রতিবার ঢোক চিপে পাশ ফেরার আর্তনাদ,
আমি তো কবেই জানা অজানার চক্রে বরবাদ।
জানালার ওপাশে কি শুধু আলোর সামুদ্র,
এ পাশের অন্ধকারের তলায় কাঁদার স্বাদেই আনন্দ।


উল্টিয়ে চোখ সিলিং এ তাকিয়ে দেখি
পড়ুক ঝুল তেলা মাথায় টাকের ঘন বহরে,
কচলিয়ে প্রেম থেকে ভালোবাসার রস পান
লকলকিয়ে জিভে দেহের অতলে যাব হারিয়ে।


খুটুর খুটুর নিজের নখের জবরের তালে
তৃপ্তির ঢেকুরে আজ মাঠে ময়দানে ফুটো  চালে ,
অন্ধ গুহায় সব দিগ্বিদিক হারিয়ে,
ভাবি না, গো সমাজ দিবে আমারে জিতিয়ে।