ছন্দে ,গদ্যে কবিতা আর কত ?
প্রকতির সৌন্দর্যে কবিতা আর কত?
ভালবাসার টানা পোড়নে কবিতা আর কত?
ত্যালত্যালা শব্দে কবিতা আর কত?
মান আভিমানের খিস্তিতে কবিতা আর কত?
নীল আঁচল লাল টিপে কবিতা আর কত?
ঘটনার ঘটনায় কবিতা আর কত?
ঋতুর আসা যাওয়াতে ঘটা করে কবিতা আর কত?
প্রেমের প্রস্তাবপত্রে, উদাসীনতায় কবিতা আর কত?


কবিতায় কি আর জাগে না
বিপ্লবের মুষ্ঠিবদ্ধ হাত ?
কবিতায় কি জুটে না
বস্তিতে পেটফোলা শিশুর মহা মারিতে ভাত?
কবিতায় কি আর কেউ শুনে না
মানুষকে মানুষ ভাবার সেই সাম্যের ডাক?
কবিতায় কি আর চমকায় না
শুনে বিদ্রোহের হায়দারি হাক?
কবিতায় কি আর ভাসে না
শোষনে মৃতের চোখের জল?
কবিতায় কি আর ঝলসে যায় না
ক্ষুধার আগুনে শিক্ষিত চোরের দল?
কবিতার বেয়নেটে বিবেক জাগাও কবি,
আর কত বিদ্যা বুলির মহরতে মজিয়ে
অন্যের জমিনে আঁকবে জামানা বদলের ছবি।