আমরা কিন্তু দেবতা তুল্য জ্ঞানী।
আমরাই মাথা আর জাতির ছাতা
সমাজে আমরাই ভাবা প্রধান প্রাণী,
যা কিছু মহান সত্য আমরাই শুধু জানি।


তোমরা দেখ সাদা কালো দিয়ে
আমরা দেখি দৈব বরের আলগা চোখে,
তোমরা বাঁচ ভাত পাতে নিয়ে
আমরা বাঁচি বুদ্ধির সুখে।


তোমরা যখন চাবুকে ঝাঝরা
আমদের কাছে তা উন্নয়ন,
তোমরা যখন সুখের পায়রা
আমাদের মাথায় উজাড় বন।


তোমরা যখন তাড়নায় শহরমুখী
আমরা বলি এসবই তো যানজট,
ক্ষুধায় ছবলে তোমরা মরনমুখী
আমরা বলি মুখেই শুধু,
ঘৃণ্য সব, বিরুদ্ধে হোক ধর্মঘট।


আমরা সদা মুখ বুজে থাকি
যতক্ষণ না পাই স্বীয় আঘাত,
কলমের খাপে ঋণ ভরে রাখি
পদলেহনে যদি ফোটে নাম যশ
তিন বেলার নিয়মে চাটতে নেই ব্যাঘাত।


জীবিকা মোদের বুদ্ধি দিয়ে
যুক্তি সংলাপে উদরপূর্তি,
স্বভোজি জন্মে স্বভাবে পরজীবি
জাতির ত্রাণকর্তা আমরা বুদ্ধিজীবি।