তিরিশ রোজা পালন শেষে
এলো খুশির ঈদ।
ঈদের দিনে ও
ধনী গরীব?
হিতে বিপরীত।



রোজা তোমায় বুঝিয়ে দেয়
অনাহারীর ব্যথা।
তবু ও কি গো চক্ষু বুজে
কানের ফুটোয় সর্ষে গুজে
লোক দেখানো উপোষ মরে
নেকীর নামে যাচ্ছো ভরে
পাপকে হোথা হেথা।



লক্ষ টাকার ঈদের শপিং
পেলি কি মন? হলো খুশি?
তার চেয়ে তুই দে রে কিনে
এক জোড়া শার্ট, একটি পুতুল
দেখবি কেমন ঈদের দিনে
আড়াল ভেঙে উঠবে নেচে
পাশের বাড়ির শিমুল বকুল।