বাজপাখি ওই
মেঘেদের সই।
মেঘে মেঘে বেলা
দুপুর রোদেলা।
রোদে রোদে বালি
নদ-নদী খালি।
খালি খালি মন
বাজে ঠনঠন।
ঠনঠনে ঘড়া
খাল বিল ভরা
ভরে ভরে সিন্ধু
চন্দ্র তে বিন্দু।
বিন্দু তে জল
চোখ ছলছল।
চোখে চোখে প্রেম
যদি বা পেতেম
পেতে পেতে মাঘ
সময়ের বাঘ।
বাঘে রাগে বশ
টুপটাপ রস।
রসে রসে মধু
সিথিটা যে ধু ধু।
সিথি কই ফাঁকা
তেল জলে আঁকা।