প্রবল ঝড়ে উড়ে যাবো তেমন সবুজ আর আমি নই ,
কারো গভীর চাহনিতে ওলট পালট হয়না আমার পৃথিবী,
ঘুমের ঘোরে আদর মাখা হাতের স্পর্শে আর কেঁপে ওঠেনা হৃদয় ।
যে আমায় চিনতে তুমি,
তোমার কৃত্তিম ভাবাবেগের স্রোতে কবেই ভেসে গেছে সে ।
স্রোতের গভীর থেকে উঠে এসেছে এক অচেনা আমি ;
আজ আমার আমি সংসার সাজায় ,উল বোনে
আলপনা আঁকে ঘরের অলিতে গলিতে ,
মাছ কোটে , সর্ষে বাটা ইলিশ রাঁধে, বৃত্তের ভেতরে বৃত্ত গড়ে ।
কারো প্রতিক্ষায় রাত জাগা হয়ে ওঠেনা তার ।
তোমার আরশিতে মুখ রেখে যে তোমায় খুঁজত,
তোমার গভীর কণ্ঠের জাদু যাকে আবিষ্ট করত ,
তোমার তোমাতে যে ডুবে যেতে যেতে নিজকে হারাত,
তাকে শুধু দুরের তারায় খুঁজে পাবে আজ।
তোমার আমিতে আর আমার আমিতে দূরত্ব হাজার মাইল ।
তোমাতে আর বিলীন হয় না সে ।।