সবুজ মাঠের প্রান্তে দাঁড়িয়ে বুঝবে না তুমি -
রক্তের লাল দাগ কতোটা গাঢ় হয় ।
অনিশ্চয়তার খোলসে নিজকে মুড়ে
তোমারই পাপের কালিমা কপালে লেপে
কিভাবে ‘ওরা’ ঘর ছাড়ে জীবিকার তাগিদে ।
‘ওরা’ রানি, মহারানী , রাজনীতি কিংবা পরিবার নীতি বোঝে না ,
পেটের জ্বালা মেটাতে মেটাতেই ‘ওদের’ মর্তের যাত্রা সাঙ্গ হয় ।
তোমাদের চারপাশের চাটুকাররা যখন অর্থ ও যশ কামাতে ব্যস্ত ,
মিথ্যের ওপরে মিথ্যের কোদাল চালিয়ে
তাবৎ সত্যকে কবর দেয় ‘ওদের’ ই উঠোনে ।
ঠিক তখন ‘ওদের’ সন্তানরা
তোমার সোনার ছেলেদের আগুনে দগ্ধ হয়;
তুমি ও তোমরা যখন সকাল বিকাল সাপ লুডু খেলছ
ওরা তখন কাফনের কাপড় কেনার টাকা জোগাড়ে ব্যস্ত ।
ভেবো না এই কাল রাত শেষে সূর্য উঁকি দেবে না ;
ভেবো না রক্তের নোনা, কালচে দাগ ,
সার্ফ এক্সেলে ধুলেই মিলিয়ে যাবে,
রক্তের ঋণ রক্তেই হয় শোধ ,
পাপের বোঝা বেলা শেষে পাপিকেই হয় বইতে,
দিন আসবেই , আসবেই , আসবেই সমতার ।