তোর জন্য আয়না পাখি বায়না করে
তোর জন্য সকাল থেকে বৃষ্টি পড়ে ।


তোর জন্য বাঁধকে আমি বন্যা দেবো
তোর জন্য সব শিশুকে ঘুম পারাবো ।


তোর জন্য ডুবতে পাড়ি গোলাপ ফুলে
তোর জন্য রামধনুকে ঠোঁটের মূলে


গাঁথতে পাড়ি ,
ভাঙতে পাড়ি গড়তে পাড়ি
তোর জন্য ;
হেরে গিয়েও জিততে পাড়ি দিল মহলে ।



শিহরণের জাগরণে অযাচিত মুগ্ধ করে
মন ,আমি তোর রূপের নিষাদ
বিষাদ ঘরে ।



তোর শরীর কেটে নুনের ছিটা
সতীদাহের চিতায় ওঠা
এক কাফেটের ঋজু শাবক
চক্রাকারে
তোর জন্য হঠাৎ ফাঁদে
পা ফেলেছি সিংহ নাদে
প্রজাপতির ক্লোন-ও হাসেন  ,
... জাতিস্মরে ।