সিঁধকাঠিতে গুটিয়ে রাখো দেহ
যেখানে খুশি পড়তে পারে বাজ
আলোক তোমার আসমানি বিদ্যুতে
শকল মুখোশ খসে পড়বে আজ ।


আজকে দিনের ভাবনাগুলো ওড়ে
উড়ে তারা-র মেঘের ভীতর যায়
এজলাসে কান বন্ধ করে রাখে
কারণ যাবে যুদ্ধ অভিধায় ।


অভিধায়ের হাঁড়ির খবর বলি
নকল বলি শরীর পেতে চায়
সিঁধকাঠিতে গুটিয়ে রাখা দেহে
দিনের বেলা চন্দ্র দেখা যায় ।