স্বভাবে কেন পাখী সে
কবিতা হাওয়ায় ভাসে
ভেসে চলে যত ভাঙা রোদ
কাঁচা বকুলের ফুলশয্যায় ঘুরে মড়ে
শালিকের একান্ত ডানা ওড়া শোক ।


স্বভাবেই সব ছিল নদী
হিমালয় মণি-চোরা মন
স্বভাবেই মন দুলেছিল
জোয়ারের ভাষায় তখন ।


স্বভাবেই মন-পাখী ডাকে
প্রেম আর ঘাসের ছায়া
গিরগিটি মন পেড়ে যায়
হাতছানি লতার মায়া ।


স্বভাবে কেন পাখী সে
বাউলের অন্ধ বাতাস
রাত মনে মেঘ ঘোরাফেরা
ঋতু হয়ে বর্ষা ভাবাস ।


স্বভাবেই যেন পাখী তুই
তাই যেন মন উড়ে যায়
সে ভাবেই বেঁধেছিলি তুই
ক্লিপ-আঁটা অন্ধ ছোঁয়ায় ।


স্বভাবেই যেন পাখী তুই
পাখী তুই শব ভুলে যাস
ছাই হয়ে শরীর ভাসাস
পাখী তুই ভোরে উড়ে যাস ।