ছোট্ট বনে ভোজন মোদের
দিঘীর পাড়ে বসি,
মেঘনার ছাঁয়ায় কুল দেখা যায়-
একধার পড়েছে তার ধ্বসি।


ফরেস্ট চারায় সাজানো সেথা
সিমেন্ট পাকায় ঘেরা-
ঢালু পাড়ি লাগছে মজার,
মন আনন্দে না ভাবনা ফেরা!


দশের কাজে মজা বেশি
বহু কন্ঠের সুর......
আনন্দের দিবর পূর্ণতায় যে,
পেয়ে উল্ল্যাস নামের ভুর।


যাত্রি বেয়ে অস্থির যে নাউ
ঘুরায়ে তার জীবন নামেঢ় নীড়;
কোলাহলে আজ পূর্ণ দিঘী
ঘাটে বহু জনের ভীড়।


ময়ূর নাচে মাতাল হয়ে,
মাছ রাঙ্গার ন্যায় থাকি-
জয় আসরে "সরাব" ছাড়া
কিছু পূর্ণতারি বাঁকি!


তবুও ইন্দ্রলোকের নৃত্য দেখে
জুড়ায়ে গেলো মন,
আনন্দের ইতিহাসে একটি লেখা-
দিবর বনভোজন।।


(কৃতজ্ঞাতা আয়োজিত প্রতিষ্ঠান মিষ্টার কবির এসোসিয়েটস এবং আলাদিন ড্রীমসপ এর প্রতি। সাথে আন্তরিক ধন্যবাদ সম্মানিত সকল অংশগ্রহণকারী।)