তিন রত্নে তৈরি যেটা
দৃষ্টি হতে একটু দূরে,
ধরার মধ্যে কিন্তু সেটা
আসে সারা বছর ঘুরে।


নির্বোধ ফেলে তুচ্ছ ভেবে-
পূর্ণবান নেয় কুড়ে,
রত্নদ্বয়ের সফলকামে
পুরো জীবন যাবে জুড়ে।


ত্যাগ-তিতিক্ষা-কষ্টের ভিড়ে
এ যে, পূর্ণতারি পথ;
লক্ষগুনে ঠিক সাধনা-সময়
আছেন সূধীসকল সহমত।


মানি না কিন্তু জানি মোরা_
রমজান রত্ন জীবন শ্রেষ্ঠ ক্ষণ,
হারার পরে ভালোই বুঝি
কানার কপালে ধন।



বি:দ্র: কানার কপালে ধন বলতে, দৃষ্টিসম্পন্ন ভাগ্যবান ব্যক্তির সামনে মূল্যবান মণি বিশেষ পড়ে থাকা সত্বেও কানার মত অভিনয় করে মণি বিশেষ দামি কোন বস্তুকে পিছনে ফেলে চলে যায়।