২৬ দিয়ে শুরু হলো,
১৬ দিয়েই শেষ-
            ৯-এর বিনিময়ে পেলাম,
               লাল-সবুজের দেশ ।।


লালে-লাল রক্তিম সুর্য
গাড় সবুজে ঘিরা......
       সোনার চেয়েও দামি তার বিচরণ মাটি
                     -যেন আসল খাটি হিরা ।।


৯-এ পেলাম নয়া দিগন্তের
         ক্ষত-বিক্ষত হৃদয়'-
               শত শত ক্ষত-বিক্ষতেও যেন,
                 এক সোনালী সুর্যের উদয়।।


কুসুম-কোমল তার হৃদয় খানি,
     বাংলার নরম কাদায় গড়া-
               অপুর্ব তুলনাহীন,তার রূপখানি
               সৌন্দর্যের সকল ঐশর্যে ভরা।।


নজর কাড়া তার সাজানো গঠন
        নেই যার কোন শেষ'-
        চিরদিন মাথা উঁচু করে দাঁড়িয়ে রবে,
              এই সেই  'রক্তিম বাংলাদেশ'।।