গগনে-গগনে শ্যাম আবরন ন্যায্য বাট মুছে,
সমগ্র সত্তা রাজিত সবই গিয়েছিলো ঘুচে।
আম্বর সম অপযশ তম চারদিক হুতাসনে,
পাতক যেন ঝঞ্ঝাট হেন ভূতল প্রহার হানে।
মিছে অভিলাষে দৃঢ় পরিবেশে জাহিলিয়তের যুগ,
বৃথা রোষে রূর কলুষে দিয়েছিলো নেশা ডুব।
তমশা রোদনে বিঘ্নতা ছেদনে পাঠিয়েছেন যাকে রব,
ইহকাল-পরকালে তিনি নবী-রাসুল বিশ্ব মহামানব।
অনাদ কালে মোহাম্মাদ (সাঃ) নামে আগমন নব রবী,
শর্বর কেটে বর্বর ছেটে ধরা রম্য ঘটা খুবি।
গগন রাঙ্গিয়া ভবন ছেদিয়া আসিয়াছে শান্তিকামী,
জুড়ায়েছে প্রাণ কুড়িয়েছে ঘ্রান উথিলো অর্ন্তজামী।
দূর্গম গিরি ছেদন করিয়া আসিয়াছে রোদেলায়,
তিমির রাত্রি প্রলয় করী জ্যোতি রাজসভায়।
অভ্র নভার নীরস বাঁধা ফাটিয়া নবীন আলো,
নাহি করে ভয় ইসলামের জয় অনিবার্য হলো।
যুবক হতে জিহাদের বলে রক্ত রাঙ্গা শশী,
আধার টুটে পুষ্প ফুটে ধরা স্নিগ্ধ সুবাসী।
‌‌তাঁর প্রবল মায়া-ছোয়াতে মুগ্ধ হলো নিচয়,
দ্বীনের বানী ঘড়ে এলো জানি শ্বান্তি এলো ধরায়।