সু-সময়ে বাসতে পারিনি মা
                      তোকে ভালো;
আজ বিষন্নতায় মনে পড়ছে
                      তোকে আগোছলো।
আজ মনে হয় রোজ রাতে
                      ঘুম পড়াতি রাত জেগে;
মৃদু চুম্বনে হানতি আঘাত ভোরের ঘুমে।
তোর বুকের কোনে উপচে পড়া,
                     সে আদর সোহাগ!
হেলায় দু-পা,বলছি মাগো-
                     আজ কেন হয় সে আনূরাগ?


জ্বল ঝরেছে ব্যাথায় মাগো,
                   কইনি কথা অহংকারে।
দরুন হতাদরে করছি মাগো,
                   অনাদরে বিদয় তরে।
ভিক্ষুক বেশে আছি মাগো;
                  মোর দেশে রাজভিক্ষারী।
দুর হতে মা তোর দরুন ডাকে,
                    চপল তাহার নূপুর বাজে।
অনাদরে আছি মাগো;
                   তোর বিদয় লগ্ন থেকে।


জাগল মনে ভীষন জোয়ার,
                  ভাঙ্গলো আদল ভাঙ্গলো দুয়ার!
স্বগ আমার গেছে পুড়ে;
                  ভেজা রাতির অন্ধকারে!
চিৎকার মা উঠলো কেপে;
                   চক্ষু সাগর আশ্রু ছেপে!
আজ পেলে তোর জুগল পদে,
                  স্নান করতাম মা আখির হ্রদে।