নিসঙ্গ যখন মন, জোসনা হয়ে দেব দেখা
হাজার কষ্টের ভিড়ে তোমার স্বপ্ন মাখা।
ক্লান্ত মানব আজ স্থির-অস্থির ধারায়
সময়ের স্রোতেই বয়ে যায়।
তবু কষ্ট যখন হ্নদয় আকাশে
তাঁরা হয়ে জ্বলবো পাশে;
হ্নদয় আকাশে রয়েছো ছড়িয়ে
কোথায় রাখি তোমায় লুকিয়ে?
বিভোর হয়ে শয়নে-স্বপনে-
                   থাকি তোমার পানে লুটায়ে
                               যে না দূরে হারিয়ে!


তুমি জান কি হে মাের প্রিয়া?
প্রেম মানে অনুভূতির অমৃত সোনা
আখির জ্বলে মহাসমুদ্রে বেদনার বীজ বোনা।
তবু মনে পড়ে ভীষন, যখন থাকি নিরবে
ভাবনায় থাক সারাক্ষন অনূভবে;
স্বপ্ন দেখি চোখের পলকে
তুমি কি বাস ভালো আমাকে?
আমি যে হতে চাই তোমারই আপন-
সঙ্গী হয়ে পাশে থাকব আজীবন।
পাখী যদি হই তোমার ভূবনে-
উড়ে যাব তোমায় নিয়ে অচীন ভূবনে।
আমি বাসবো ভালাে গাইবো সুখের গান
স্বপ্ন বিলাস সুখ দিয়ে ভাঙ্গবো অভিমান।।