ভালো আছি, খুব ভালো আছি
সকলের মত সুখে-শান্তিতে আছি!!
কর্ম-কাজ নেই, গড়ি ঘোড়া কিছু নেই
অফিস কাচারী নেই, হাজিরা কামাই নেই
শব্দ বা পরিবেশ দুষন নেই
সময় দেই না বলে, তেলে বেগুন জ্বলে গিন্নীর রাগ নেই।
টেলিফোনে ডাক নেই, শহরেতে হরতাল-অবরোধ
প্রতিবাদী লোকজন কেউ নেই।।
নেই নেই কিছু নেই, তবু তো আছে কিছু,
বলতে যা বাঁধা নেই-
দু-চোখে ভয় আছে, মনে সংশয় আছে।
ধর্মের বাঘ হেসে, আবার আঙ্গিনায় বসে
করুনা চেয়ে যায় মানুষের কাছে।
ভেঙ্গে গেলে যাক জোড়া পবিত্র মসজিদ,
গড়ে দেবে ইশ্বর ভক্তের মন্দির
ভাঙ্গে ঘর, ভাঙ্গে কাঁচ, ভাঙ্গা মন যায় না।।
রাম আছে , শ্যাম আছে
কোরআন-ইসলাম আছে
রক্ত পাতে কিছু হয় না।
দেশটা দাদার আছে, বিদেশের ডলার আছে
ধর্ম না গ্রাস করে আমাদের পাছে।
ভাবার সময় সময় আছে, তবু ভাবনা নেই
রাস্তায় নিরাপত্তা নেই, সিনেমায় বাঁধা নেই
উঠতি যুবকের যাতনার সীমা নেই
শিহরণ আসে প্রেমে এমন বাতাস নেই।
যুবতীর কটাক্ষ, চিরে দেয় বক্ষ, ডিজিটাল এ দিনে
চাল নেই, ডাল নেই, পয়সার দাম নেই
তবু টিভির স্কিনে খেলার বিরাম নেই।
রাজারা তো রাজা নয়, খোদ্দের এখন
চাকুরীর জন্য চাই কমিশন,
আবার ঠোটের কোনে হেসে বলে বেড়ায় শেষে
ঘুষ বিহীন চাকুরী যখন-তখন।
শিক্ষার দাম নেই, বড়দের সম্মান নেই
কোট-কাচারীর ভয় নেই;
রাত্রির কোলাহলে, নারীকে ভর করে
আনন্দ-উল্লাসে মাততে বাঁধা নেই।
মনের প্রেম কথা, হয়েছে আঁকা-বাঁকা
এসিড নিক্ষেপে কিছু হয় না;
পথচারী মেয়েটা ধর্ষীত হলে
সাংবাদিক সংবাদে কয় না।।
আবাসিক হোটেলে প্রতিযোগিতা চলে
নারীত্ব হরণের জন্য;
সুন্দরী নারীকে অবোধ করলেই
জীবনটা হয়ে যায় ধন্য।।
নিরাপত্তার স্বার্থে আছেন, নিরাপত্তা কর্মী যারা
ভোগান্তিতে ফেলেন তারা;
মুঠোটা ভরে দিলে, খানিকটা হাসি-খেলে
সকল সমস্যা সারা।
বন্ধুরা,
       এভাবেই ভালো আছি, খুব ভালো আছি;
       সকলের মতই সুখে-শান্তিতে আছি!!