তিমির রাত্রি হয়ে আছে অম্বর,
হাজার স্মৃতির গহীনে হ্নদয় গহ্বর।
হঠাৎ প্রশ্নরা ভির করে অজানায়,
খুজিতেছে উত্তর তোমার ঠিকানায়।
জীবন শুরু হতেই কি বরবাদ?


কোথায় লুকিয়ে, গগনে নীরদ ঘনঘটা
রুপালী নিখোঁজ তিমির হয়ে আছে
অভিমানী চিত্ত খুঁজছে তোমার দিশা।।


কারণে-অকারণে, নিষেধ বা বারণে
তোমার নামেই সৃষ্টি সমগ্র জোসনা
তব নিসঙ্গ জোসনা, শিক্ত শুন‌্য ভূবণ
নিয়মে-অনিয়মে, দহনেও ধারণ।


একই দ্বারে চলছি পথ দু-জন
পড়তে চেয়েছি নিজস্ব ভূবন
দৃষ্টি জ্বল নত ছিল
প্রেমের উৎকন্ঠা সিহরণে
বর্ণালী দিনগুলো ছিল নতিস্বীকার।
আজ কোথায় আছো, আমি কোথায় আছি
কেন দু-জন দু-দিকে অভিমানে ভাসি?
কিসের দ্বিধা এখনো তোমার?
আমি আজো অলীক কল্পনায় বাঁচি।।


ষষ্ঠ ঋতুর মেঘেদের গানে
সর্ব মিছিলে খুঁজি আনমনে।
তাকিয়ে থাকা অন্তর গগনে
স্মৃতির সম্বন্ধ স্বীকার বিভোর পবনে।
দিনের প্রভা, নিশির আধার
হারিয়ে সব মান আভিমান
আপেক্ষা রত ডাকছে শত
সৃষ্টি করি জীবেনর জয়গান।
বন্ধু, সকল মান-অভিমান ছিড়ে
এসো আবার আঙিনায় ফিরে।।