জোড়া ঠোঁটে রঙের আকাল,
চোখে জল,জল কেন লাল?
বিষে বিষে আকাশ,পাতাল
কতকাল?


এমনইতো দুপুরে ছুটে চলা বাসে ধর্ষণ
হয়েছি কতবার,দেখিছি পোস্টারে মুখ বুজে পরে ছিল পণ,
এমনইতো এ রাতে আলো-ছায়া পিষে ধর্ষণ
ভালবাসা বলে গেল সে ছিল আমার প্রিয়জন!


আজ আমার চিরকুট পৃথিবী করুক অভিযান
আমাদের ডায়েরি,আমাদের কবিতা,গান।
আমাদের অশ্রূতে নরকের আগুন জলে যাক,
আমার এই ফাঁসদড়ি অতৃপ্ত হয়ে জেগে থাক।


আমার এই মৃতদেহ জনসমাবেশে বসে যায়,
আমাদের ভাষা যেন প্রতিবাদ বুলি আওড়ায়,
শ্লোগানে শ্লোগানে নামে বিষের শিশি'র খোলা মুখ,
জেগে থাক পৃথিবীর অযুত,নিযুত,কোটি চোখ।