কানামাছি চুপ চুপ!
এক্কা-দোক্কা নয় ছয়,
চোখ টিপে কানামাছি
সেতো ভালো নয়!
.
কানামাছি ফিস ফিস!
চুপ চুপ সব চুপ
চুপি চুপি উঁকি ঝুঁকি
মনে ঢিল টাপ টুপ!
.
কানামাছি কানামাছি
চোখ বাঁধা ভাই!
কার মনে ঢিল পরে
সেতো জানা নাই!
.
চোখে আঁড়ি কানামাছি
এক্কা দোক্কা পাঁচ ছয়,
যাকে পাবি তাকে ছুঁবি
লুকুচুরি  জয়!
.
সুলতানা বিবিয়ানা
সাহেব বাবুর বৈঠকখানা,
বৈঠকখানায় গিয়ে
পান সুপারি খেয়ে,
পানের আগায় মরিচ বাটা!
মেম সাহেবের ছবি আঁকা!
যার নাম মণিমালা
তাকে দিবো মুক্তার মালা!
.


হয় কানামাছি মিথ্যা
নয় কানামাছি সত্যি,
জীবনের এ খেলা
যেন লুকুচুরি প্রীতি!
.
কানামাছি জোছনায়
ঐ চাঁদে মেঘে হরদম,
কানামাছি রাত দিন
আর চোখে চোখে বিভ্রম!
.
আগডুম বাগডুম
ঘোরাডুম বাজে,
কানামাছির প্রহরা সাজে!