রাজবন্দী!
আঁধারে
চেয়ে চেয়ে জেগে দেখা কতো দুঃস্বপ্নের রাত্রি,
পাথুরে দেয়ালে নখের আচড়ে
রুক্ষ ধূসর শ্রান্তী!
.
অন্ধ গলিতে চাবুকে চাবুকে
উষ্ণ বাতাসে হাহাকারে ভেসে
জীবনের এক প্রাপ্তি,
মরিচা পরা রক্তের মাঝে
ফের জীবনের সানাই বাজে
যাই বেয়ে তাই আঁধারে স্বপ্ন সারথী!
.
রোজ প্রত্যুষে দেয়ালের উঁচুতে মোটা গরাদের কোলে,
এক চিলতে নিষ্পাপ সোনা রোদেরা যায় খেলে।
কাঁপা কাঁপা হাতে ধরার আকুতি মিশে পিষে যায় মনে,
যায় যাবে যাক!
এক সুর্য রোদের ঝিলিক  
এই দু চোখের কোনে!!
.
রাজবন্দী বাঁচতে জানে মরার ভীড়ে
রাজবন্দী হাসতে জানে কাঁদার
নীড়ে !
রাজবন্দী পূর্ণতা খুজে
নিসঙ্গতা ঘিড়ে!
.
আজ-
আজ রাজবন্দীর মুক্তি!
কালচে আঁধারটা না ফের চেপে আসে!
দু চোখে টিমটিম সয়ে আসে অস্তীম বেলা!
না না এসোনা কেউ প্রদীপ হাতে
সাজাতে আলোর মেলা।
রাজবন্দী বিবর্ণ!
রাজবন্দী চুর্ণ!
রাজবন্দী ভালোবাসা মানেনা!
রাজবন্দী ভালোবাসতে জানেনা!
.
রাজবন্দী মুক্ত!
ফের মুক্ত!!