অলস দুপুর-টাপুর টুপুর
বৃষ্টি নূপুর রিনঝিনিয়ে,
বাতাসে বলছে কথা
মেঘলা প্রহর,ঝরছে অঝর
রিমঝিমিয়ে,',
-
আঁধারীর সৈন্য হয়ে বিজলী ফুড়ে
আলোর মিছিল মেঘের দেশে!
মেঘদূত বৃষ্টি নামায়
সবুজ পাড়ায়,
শুকনো শহর ধুলির শেষে।
-
নগরী ঠায় দাড়িয়ে ভিজছে অঝর
ব্যস্ততাকে থমকে দিয়ে!
রোদে পোড়া জেব্রাক্রসিং,
ধূসর রাজপথ
বৃষ্টি স্রোতে যাচ্ছে ধুয়ে।
-
কফি-শপে অবেলার গল্প জমে,
বৃষ্টির ছাঁটে উচ্ছাস রাঙ্গা প্রেয়সীর নীল চোখটি চেয়ে!
তবু না বলা হয়না বলা
বাড়ছে বেলা!
মেঘ বিলাসীর হাতটি ছুয়ে।
-
নাগরিক এ উপকূলে
নতজানু কাশফুল যায় দুলে,
শনশন অবিরাম কথা বলে
টিপটিপ বেপরোয়া সূর তোলে।
খোলা জানালায় মেঘফুল যায় ঘুরে,
ঝিরঝিরে হাওয়ায় প্রেমিকার চুল উড়ে!
যেন বৃষ্টির ঘ্রান প্রেমিকার দেহ জুড়ে,
টানে ভিত প্রেমিকের অসহায় মন ফুড়ে!
-
নিভে নিভে জ্বলা সবুজ পাড়া
নগরীর বুকে স্বপ্ন ধূসর-
যেন না থামা নির্ঝর
অলস রিমঝিম ঝরছে অঝর,
টিপ টিপ গানে ঘুমিয়ে পরা ক্লান্ত শহর!
ছুঁয়ে ছুঁয়ে বৃষ্টি গোনা,
আড্ডায় গানে সন্ধ্যা প্রহর!
-
শুধু মেঘে মেঘে না ভাঙ্গা স্বপ্ন  থাক বেচেঁ থাক
নগরী আর সবুজ পাড়ায়
হাজার বছর!
.
(বর্ষার আয়োজন)
   ,',',',',',