অন্ধ গলিতে পায়ে হেটে হেটে
হেরার জ্যোতি ছুঁতে
মাঝপথে-
যদি থেমে জেতে হয়
হবে পরাজয়,
তবে জীবনের জয় কিসে?
-
গল্পটা বড্ড ক্লান্ত!
পরিশ্রান্ত!
নির্ঘুম চোখে জেগে থাকা
প্রতিটা রাত,
পাশে মৃত্যু আঁধার চাপা স্বরে বলে
হবেনা হবেনা প্রাত!
ভয়ে কুকড়ে গিয়ে হন্য হয়ে
জোনাকির দল খুঁজি,
জ্বেলে আলোর মশাল সান্ত্রী হয়ে
এই পাশে এলো বুঝি।
.....
-
না না! আসেনিতো কেউ পাশাপাশি হেটে
জোনাক মশাল হাতে,
জঞ্জাল চাঁপা,ধুকে ধুকে মরা
অন্ধ গলির পথে।
জানি বিলাসিতা সে-তো ত্যাজ্য ঘোষিত
আমাদের পৃথিবীতে!
বিলাসিতা কভু এসোনাকো তুমি
আলো হয়ে ধরা দিতে।
-
-
মনে পড়ে
বাবাকে দেখেছি কতবার
উদাস ভাষ্য চোখে,
টিউশন ফি-টা চেয়েছি বলে
শুকনো হাসি এঁকে,
ধীরে খুব ধীরে বলেন-
ভাবিসনে বাবা!
টাকা-টা পেয়ে যাবি।
আর কটা দিন,
এখনো যে ধার করিনি
পাইনি যে কোনো ঋন
-
সেই কবে থেকে মার মিষ্টি হাসিটা ও ম্লান,
যেদিন মাঝপথে সব স্বপ্ন সারথী
ভেঙ্গে হল খান খান!
মা খুব সুন্দর হাসতো
ছবিতে দেখেছি!
আর একটি ঝলক হাসবে বলে
প্রতি ক্ষনে ক্ষনে প্রহর গুনেছি।
.
একদিন দেখো মা,
মেঘ কেটে যাবে!
তুমি হাসবে
আবার হাসবে।
-
-
আমি জানি
এ চলার পথে বাবার রক্ত নি:সৃত ঘাম!
হোষ্টেল চার্জ,টিউশন ফি-তে
মার গয়নার দাম!
আমিই দায়ী মা!
বাবা আমাকে ক্ষমা করো।
-
মাঝে মাঝে
এক ঝাক বিষন্নতা ঘিরে ধরে!
চেপে থাকে এক বুক হতাশা,,
এক বিকেল মন খারাপ
তবু আগামীর এক চিলতে আশা।
.
একদিন মেঘ কেটে যাবে,
বাবা দেখো-
মেঘের কান্না ঠিক-ই রোদে হারাবে!