মুঠি নাগালের শেষ প্রান্তে,
তবু আলো জ্বেলে ভেসে যায় মেঘ
সন্ধ্যার মায়া বুনতে!
.
নিরব চারপাশ-কখনো উচ্ছাস
কখনো বা ভরা আলো
ভারি বাতাস,তপ্ত নিশ্বাস
হঠাৎ রঙ্গিন-কালো!


দূর আড়ালে দুলছে কাশবন
পাতায় পাতায় গাইছে শনশন
সন্ন্যাসী মেঘ হঠাৎ কেমন চুপ!
ফিরছে পাখি পাতার বাসায়
মহুয়া বনের ঝোপ।
.
দূর সীমান্তে এই দিনান্তে
আলো আঁধারী ফুড়ে
ভাবনা গুলো দিলাম ছেড়ে
হারাতে দূর সুদূরে।
যাবে নাটাই ছিড়ে
হারার তীরে,প্রবীণ স্মৃতির ভীড়ে।
.
সহসা বিজলী,স্পষ্ট চারপাশ
আবছা সাঁঝরঙ চিড়ে
হঠাৎ খুঁজি নিজের সত্তা
ধূসর মায়ার নীড়ে।
.
একটু  হোঁচট
ফের চলা পথ
নেইকো বিশ্রাম
নেইকো মাঝপথ!
কখনো আলো কখনো আঁধার
আকাশ ভাঙ্গা স্বপ্ন উজাড়।
আমার ক্লান্তি
আমার কান্না
যেন পাতার বুকে মেঘের বন্যা!
জানি ঘুম ভাঙ্গা রোদ বাঁচে
রংধনু গায়,
আকাশতলীর রঙ্গীন পাড়ায়।