হাত বাড়ালেই ছোট্ট আকাশ মাথার ধারে,
খেয়ালি বাতাস গা এলিয়ে পর্দা নাড়ে।
আলো নিভিয়ে আঁধার জ্বেলে
সময় নিয়ে আজ ভাবতে বসেছি,
যোগ বিয়োগ আর পুরন ভাগে
অ্যাবাকাসে হিসেব কষেছি।
.
কোথায় কেন তলিয়ে তুমি অতল জলের  অক্টোপাসে!
আমায় কেমন পেঁচিয়ে যেন নামব কবে
গভীর শ্বাসে?
টানছ আমায় হাত না ছুঁতে পাচ্ছ বলে ভাসছ পাশে!
থামবে কবে?
এ ভালোবাসার নাগাল পেলাম না!
.
আমার পাকা চুলের হিসেব তুমি রাখ,
জান গিলছি পানি খুব কম
রোজ সকাল।
এই পান্থপথে হাতটা ধরে থাক।
হেটে ফুটপাত ধরে কাটাও
এক বিকেল।
কেন সত্তা জুড়ে জল ছবিটায় আমি?
কতো থাকবে মনে "কোথায়,কেন,কবে"?
আর বাঁচিয়ে এক দুই দিচ্ছ মাসের শেষে,
ফের কেনই বা রোজ দু' মিল অফ হবে?
এ কাছে আসার মানে পেলাম না!
.
ঘুমে যখন অবশ স্নায়ু বলছি
তখন মাতাল হয়ে,
আলোর জানো কমছে আয়ু
একটু ভাবো নিজের হয়ে।
এখন তোমার পথের ধারের
বকুল ফুলের বড় অবেলা,
একাকি যখন রাস্তা গুনো
বৃষ্টি ছুঁয়ে করবে খেলা।


এইতো আমি চাই।