বাড়ছে যত বেলা-
দেখছি তত বাড়ছে ছায়া
কমছে সময়
হচ্ছি একেলা।
দেখছি যতবার,
পঞ্জিকাতে কমছে পাতা
হচ্ছে মলাট,
ফুরোচ্ছে খাবার!
আমি যাচ্ছি চলে ফুরিয়ে গেছে গল্প বলার রাত,
কভু স্বপ্ন এসে তাড়িয়ে নিলে রেখো বুকের উপর হাত।
.
রোজ পায়ে পায়ে পালায় সময়
গায়ের উপর মৃত জীবনের ভীড়!
তবু তোমার পাশেই বসলে যেন
কী জানি কী আমার সময় স্থির!
তোমার নেই মনোযোগ, বেয়াড়া ethics
মাঝে এসে স্ফটিকের দেয়াল।
আমি সেই দেয়ালে গা গলিয়ে
দেখছি তোমায়
করছো কি খেয়াল?
কিছু বলব তোমায়
পারছি ও না
কথা গুলো হচ্ছে কেমন ক্ষয়,
দামি স্মৃতি ঝাপসা হচ্ছে
হারাচ্ছে রোজ
পাচ্ছি ভীষন ভয়!
আমি যাচ্ছি ফিরে
ফুরিয়ে গেছে গল্প শোনার রাত,
কভু স্বপ্ন এসে তাড়িয়ে নিলে রেখো বুকের উপর হাত।
.
যদি যুগ পেরিয়ে সত্যটা কী জানতে চাও আবার,
তবু জানবে সত্য সেটাই ছিল,রুমালে যা মুছেছি বারবার।
কাল আকাশটাও রঙ হারাবে
মন খারাপে কাঁদবে যে অঝর,
আর গা ডোবাবো ঘাস বাগানে
ভিজলে তবেই কাটবে নেশার ঘোর!
.
পুড়ছে চুরুট
কমছেও চা
স্মৃতির মাঝে মরচে পড়া ক্ষয়,
তোমায় ছেড়ে অনেক দূরে
সত্যি বলতে-পাচ্ছি ভীষণ ভয়!