আজ বাতাসের গন্ধে,
কোকিলের কুহু ছন্দে
আমি হারিয়ে....।
খোলা চুলে ভূতের আশ্রয়,
চাপা গন্ধে নেশা লাগে ভয়!
হাত বাড়িয়ে...।
আজ ভুল হয়ে যায় ব্যকরণ রীতি!
ভুলে মজি বুঝি ফেরাই দিঠি ।
খুঁজে পাইনা আমায় রুমাল,নিশান নাড়িয়ে!
.
এই কলম কথা লিখছে,
আর বানানের কাঁটা বিঁধছে
পাতা জড়িয়ে।
আজ টেবিল ঘড়ির হাঁক নেই,
আর ব্যাগের ভেতর বই নেই,
শুধু ফুল,পাতা,ধুলো দু হাত ভরে কুড়িয়ে.....।
এ বেলা ঘরে ফেরায় মন কি?
ঘাম কপালে রোদের চুমকি।
আমি কোথায় বেড়াই ফুল ঝরা পথ মাড়িয়ে!
.
আমার নির্বোধ স্নায়ু টলছে,
উড়ো শাড়ির হাওয়াতে দুলছে,
তার আবছা হলুদ মুখটা চোখে সয়না!
এ চাঁদের আলোয় ভেল্কি!
তার খোপায় তারার ফুলকি!
আর জোনাকিরা বলে সকাল যাতে হয়না!
.
.
আজ কলম কালিতে ফাগুন বেলারা হাসে।
আজ দু চোখ যেন সাক্ষ্যি সর্বনাশে!
এই বাতাসে,শীষে অনুপম রায় ভাসে-
".........পূর্ণিমা রাতে ঐ ছোটোছুটি করে কারা?
টুটি চেপে ধরে প্রেম-
বসন্ত এসে গেছে...।"