আমার-
ফ্যানের ব্লেডে কাটছে বেলা,
মন খারাপে সাজল মেলা,
হারা-জেতার জুয়া খেলা,
কলম-খাতায় অবহেলা!


আমার-
সকাল-দুপুর-সন্ধ্যা হল-
শীত-বসন্ত-বর্ষা এল,
ছারপোকারা সঙ্গী পেল,
আমায় কিছু স্বপ্ন দিল!

পাশের ঘরে
তোমরা সবাই গুনছো দিন।
আমার সময় ধোঁয়াশায় সঙ্গীন,
ভাবছি যদি হতেম আলাদিন!


আমার-
স্বপ্ন গুলো থাকুক বেঁচে,
চার জোড়া চোখ উঠুক হেসে,
আট পা ছায়া ভালবেসে
হাত নাড়াবে দিনের শেষে!