এক কাপ চা,আবার সকাল,শরীরে ব্যথার মালিশ,
চকচকে সিট,রঙচঙা হুড,স্টিল এ কড়া রঙ পলিশ।
ছুটে চলে চাকা,
ছুটে চলে স্বপ্ন,
দু'চোখ বসায় পাহারা,
কে ডাকে "মামা!",
কে বাজাল শিষ,
কার হাতে পাবে ইশারা।


মেঘ শেষে রোদ,রোদ শেষে মেঘ,পিচে পিচে স্বপ্নের ভীড়,
দু'চোখে হেডলাইট,শিরায় স্পোক,তোমার চাকার শরীর।


কড়া পেইন্টিংয়ে শিল্পের আবেদন,রঙের উপর রঙ,
পথ থেকে পথ,জনতার মত,নিয়ে শ্লোগান,বিজ্ঞাপন।
মেঘ-ছায়া-রোদ,
রাজপথে নামে চাঁদ,
রিকশায় উড়ে খোলা চুল,
অযথা সিগারেট,
সহসা জমে জ্যাম,
ভালবেসে কার হাতে ফুল!


মেঘ আনে জল,জল আনে রোদ,পিচে পিচে স্বপ্নের ভীড়,
দু'চোখে হেডলাইট,কণ্ঠে বাজে বেল,তোমার চাকার শরীর।