চক্রপূর্ণিমা


রাতের অন্ধকার ঘুমোবার প্রস্তুতি নিলে
শিশিরেরা আর কতটুকু শোনাতে পারে গান
তবুও ঢেউ টানে লোহিত প্রাণ চক্রপূর্ণিমায়
অস্তিত্ব হারায় আর আশা রেখে য়ায়।


জানি, কাচের মমতা একবারই ভাঙ্গে তবুও মিছেমিছি একঝাক মুগ্ধতা ডাকে
অনুভবের বাতাস ঘনবসতিপূর্ণ হলে
সবুজের আঁচল ধরে মাঠেরাও গর্ভবতী...


প্রেম আমার, ভালোবেসে জল হয়ে যাও।