আমি এক চোরের খনিতে বড় হচ্ছি প্রতিদিন


নিজেকেই চুরি করি বিনষ্ট জলে ।
কালো প্রজাপতির রঙিন আগুনে বিলীন


চারিদিকে মুখোশে মুখোশে মুখস্থ মানুষ ঘিরে


ঋণের সুদের মতো ভালোবাসায় ডুবছে বিষ


সীমাহীন স্রোতে ভাসিয়ে নিয়েছে অপেক্ষার নোনা তরী


এ-বাতাস,ওই জল,বহুমুখী মৃত্তাকার স্বাধ,


সবুজের সুশিতল আহবান মানে আমার স্বদেশ


কেউ কি আমাকে চোখে মনে রাখোনাই কোনদিন?


আমি এক চোরের খনিতে বড় হচ্ছি প্রতিদিন


বুলেটের ক্ষতে লোহিত সাগরে চিত্রিত হওয়া


শরমের অশরীরে  লাঞ্ছানার কলঙ্কে মিশে আছে যে বিজয়,


আজ যেন সব উপহাসের ভাঁগাড়


গিলে খায় নির্মম ইতিহাস, সে কালো অধ্যায়


সময়ও একদিন চিনে নেবে তাকে।


কিছুটা বধীর সময় পোড়ালে কি য়ায় কি আসে


উলুবন থেকে ঠিক মুক্তো চিনে নেবে অকালের দল


কথিত-ব্যথিত আছে আজ নাকি কথার ক-দিন


কিছু স্বপ্নিল উদ্যান মিনার হয়েই জেগে থাকে রাত্রি আর দিন